পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস
১৯৯৪ সালে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব তোফাজ্জল হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় এবং অনুপ্রেরণায় পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এলাকার মানুষের অশেষ ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা।
সাবেক ১ নং ওয়ার্ডে কোনো বিদ্যালয় না থাকায় এলাকাবাসী বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলহাজ্ব তোফাজ্জল হোসেনের কাছে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানায়। শিক্ষার প্রতি গভীর ভালোবাসা ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই অনুরোধ গ্রহণ করেন এবং বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
প্রাথমিকভাবে বিদ্যালয়টি কয়েকটি শ্রেণিকক্ষ এবং সীমিত সংখ্যক শিক্ষকের মাধ্যমে কার্যক্রম শুরু করে। আলহাজ্ব তোফাজ্জল হোসেনের অক্লান্ত পরিশ্রম
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়টি শিক্ষা, নৈতিকতা ও সুশীল সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব তোফাজ্জল হোসেনের স্বপ্ন ছিল এ অঞ্চলের মেধাবী ও আদর্শবান প্রজন্ম গঠন করা। তাঁর সেই দূরদর্শী চিন্তা ও অক্লান্ত পরিশ্রমের ফসল আজ এই বিদ্যালয়। আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি সমাজের প্রতি দায়িত্ববোধ, সততা ও ...
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, যিনি আমাকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সাবেক সকল প্রাধান শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটির সদস্য বৃন্দদের। যারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহন করে ত্যাগ স্বিকার করেছেন এবং যারা ইন্তেকাল করেছেন আমি তাদের আত্বার মাগফেরাত কামনা করি।। অত্র বিদ্যালয়টি ১৯৯৪ সালে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের অনুরোধে বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব তোফাজ্জল হোসেন অত্র এলাকার শিক্ষার প্রসার ...